Logo
Logo
×

সারাদেশ

ভারতে মানব পাচারের মূলহোতাসহ আটক ৩

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

ভারতে মানব পাচারের মূলহোতাসহ আটক ৩

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে পাহাড়পুর সীমান্তে দিয়ে বাংলাদেশের নাগরিক অবৈধভবে ভারতে অনুপ্রবেশ করার সময় ৩ জনকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি খারেরা বিওপি।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন খারেরা বিওপি'র সুবেদার মনোরঞ্জন সরকার।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিওপির বিজিবি নায়েক জিএসএম বিল্লাল, ল্যান্স নায়েক মো. ইকবাল, সিপাহী জাহাঙ্গীর আলম, সিপাহী মিরাজ ও সঙ্গীয় ফোর্স পাহাড়পুর সীমান্তে অভিযান চালান এ সময় পিলার নং-২০৬৯ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর দোতলা মসজিদের সংলগ্ন পুকুরের পাড়ে বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মানব পাচারের মূলহোতা মো.জুয়েল রানাসহ তিনজনকে আটক করা হয়। 

আটকরা হলেন- পাহাড়পুর বেলবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা।  নরসিংদী জেলার মাধবদী পৌরসভার কোতায়ালীচর এলাকার চন্দন সাহা'র স্ত্রী পার্বতী রানী সাহা ও ছেলে চিহৃ সাহা জয়। 

আটকদের করে বুড়িচং থানায় হস্তান্তর করে এবং মামলা করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

বিজিবি আরও জানায়, আটক করার পর দেহ তল্লাসী করে আই ফোনসহ ৪টি মোবাইল ফোন, বাংলাদেশ ও ইন্ডিয়া সিম, ২টি রুপার আংটি, ১টি পিতলের আংটি, প্রায় ৮০ হাজার টাকা অধিক উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল রানা মানব পাচারসহ অন্যান্য অবৈধ পণ্য চালানের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে তার মাধ্যমে বাকশীমূল ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, শশীদল ইউনিয়ন সীমান্তে শেখ হাসিনা সরকার পতনের পর চোরাকারবারিদের সহযোগীতায় আওয়ামী লীগের অনেক নেতারা পাড় হচ্ছে।

খারেরা ক্যাম্পের সুবেদার মনোরঞ্জন সরকার জানান, আসামিরা পাসপোর্ট ব্যতীত বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। আসামিরা কোন বৈধ কাগজ পত্র ও পাসপোর্ট উপস্থাপন করতে পারে নাই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম