প্রতিমা বিসর্জনের সময় মদ গাঁজা খাওয়া যাবে না: সুজন সরকার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেছেন, প্রতিমা বিসর্জনের সময় কোনো ধরনের মদ গাঁজা খাওয়া যাবে না। মদ গাঁজা খেয়ে টালমাটাল হয়ে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। মদ খেয়ে আনন্দ করতে হবে এমন কোনো নিয়ম গীতা বেদ বা ধর্মগ্রন্থে লেখা নেই।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে সদর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বাণ কুমার পাল।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনে মনে কোনো ভয়ভীতি রাখা যাবে না। পূজা নিয়ে আপনারা কোনো শঙ্কিত হবেন না। পিছু পা হবে না। আপনাদের কোনো ভাবনার বিষয় নাই। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। পূজা উদযাপনে মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। পূজা উদযাপনে সার্বিক সহযোগিতায় পুলিশ টিম আকারে মাঠে থাকবে।
এ সময় তিনি পূজা উদযাপন মন্দির কমিটির নেতাদের উদ্দেশে বলেন, আপনার মন্দির সিসিটিভির আওতায় রাখবেন। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখতে সবাইকে নির্দেশ প্রদান করেন তিনি।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন রাজবংশী, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি শ্রীদাম চন্দ্র মণ্ডল, মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং কেন্দ্রীয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য অসীম কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।