চোরাচালানে জড়িত অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা এরশাদুর রহমান বিদ্যুতকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কারের আগে এরশাদুর রহমান বিদ্যুত উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদে ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এরশাদুর রহমান বিদ্যুতকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ সিদ্ধান্তের অনুমোদন দেন নেত্রকোনা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী।
উল্লেখ, গত মঙ্গলবার রাতে রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকায় মো. এরশাদুর রহমান বিদ্যুতের গুদাম থেকে ৩৩১টি ভারতীয় কম্বল ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার জব্দ করে যৌথবাহিনী।