টঙ্গীতে পাঁচ কারখানায় কর্মবিরতি, ভেতরে বিক্ষোভ
টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
বিভিন্ন দাবিতে কাজ না করে কারখানার ভেতরে বিক্ষোভ করছেন টঙ্গীর পাঁচটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার টঙ্গীতে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, টঙ্গী মেঘনা রোডে মা টাওয়ারে অবস্থিত এ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড এবং আলম টাওয়ারে ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার লিমিটেডের মোট ৫ হাজার ৬২০ জন শ্রমিক বেশ কিছু দিন ধরে ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন। বুধবার কর্তৃপক্ষ শ্রমিকদের কিছু দাবি পূরণ করার পর সমঝোতাপত্রে মালিকের স্বাক্ষর না থাকায় বৃহস্পতিবার তারা কারখানার ভেতরে কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করেন। একই অবস্থা একই মালিকানার অপর প্রতিষ্ঠান আলম টাওয়ারে অবস্থিত ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার লিমিটেডে।
এদিকে টঙ্গীর খাঁপাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা আজ সকাল ৮টা থেকে জুলাই মাসের বকেয়া অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করছেন। অর্ধেক বেতন পাওয়ার পর বাকি অর্ধেক ২২ সেপ্টেম্বর পরিশোধ করার জন্য মালিকের প্রতিশ্রুতি মেনে নিলেও বৃহস্পতিবার আবার আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকায় অবস্থিত এসআরপি সোয়েটার কারখানার শ্রমিকেরা আগস্ট মাসের বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন।
টঙ্গী পাগাড় এলাকায় অবস্থিত শিশির নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকেরা আগস্ট মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, শ্রমিক অসন্তোষ নিরসনে চেষ্টা চলছে।