Logo
Logo
×

সারাদেশ

বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

পূর্বের দ্বন্দ্বের জেরে বিজয়নগর উপজেলায় দুপক্ষের প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর ২টা পর্যন্ত। এতে উভয়পক্ষের কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

গত ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর র‌্যালির পূর্বে উপজেলার চম্পকনগর মাদ্রাসা মোড়ে স্থানীয় কিছু লোকের হামলায় সাটিরপাড়া গ্রামের কামাল হোসেনসহ কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৮টায় সাটিরপাড়া ও পেটুয়াজুরির গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ঈদে মিলাদুন্নবী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম