Logo
Logo
×

সারাদেশ

তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি অবরুদ্ধ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি অবরুদ্ধ

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দিতে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়ি অবরুদ্ধ করে রেখেছেন গ্রামবাসী ও ছাত্র সমাজ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই অবরুদ্ধ করা হয়। এ সময় সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়িতে বিভিন্ন মামলার ৩০ জন আসামি অবস্থান করছেন বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দুপুর ২টায় ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আবুল মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির (৩০) নিহত হন। এ ঘটনার জেরে সাইফুল মেম্বারের বাড়িসহ ২০টি পরিবারের বাড়িঘরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করে ২০টি পরিবারের প্রায় শতাধিক সদস্যকে ২ বছর ধরে গ্রামে প্রবেশ করতে দিচ্ছে না আবু মোল্লা গ্রুপ।

বৃহস্পতিবার সাইফুল মেম্বার গ্রুপের লোকজন গ্রামে ঢুকলে আবু মোল্লার লোকজন তাদের বাধা দেবে বলে ছাত্র সমাজের কাছে সহযোগিতা চায়। ছাত্র সমাজ তাদের সহযোগিতা করতে এগিয়ে এসে দেখতে পায় আবু মোল্লার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অনেক লোকজন। পরে বাড়টি অবরুদ্ধ করে সেনাবাহিনী ও তিতাস থানায় খবর দেয়। সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে এসে যৌথ অভিযান পরিচালনা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম