Logo
Logo
×

সারাদেশ

শ্রমিক নেতাকে মারধর, বরিশালে ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

শ্রমিক নেতাকে মারধর, বরিশালে ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি

চাঁদা না পেয়ে শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় বরিশালে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন ট্যাঙ্কলরি শ্রমিকরা। বুধবার দুপুরে নগরীর বান্দ রোডে এ কর্মবিরতি পালন করেন তারা। 

বরিশাল বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে কেডিসি পদ্মা ডিপো থেকে একটি গাড়ি বের হওয়ার সময়ে সাবেক কাউন্সিলর জয়নাল ও তার বাহিনী আমাদের অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানাকে বলেন, ‘এখান থেকে তেল নেওয়ার ক্ষেত্রে বড় লরি বাবদ ১ হাজার ও ছোট লরি বাবদ ৫০০ করে টাকা করে দিতে হবে।’ 

তখন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে জয়নাল ও তার বাহিনী মাসুদ রানাকে মারধর করে। মঙ্গলবার রাতের মারধরের ঘটনাকে কেন্দ্র করে বুধবার কর্মবিরতিতে যায় বরিশাল বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক সমিতি। 

বেলা ১২টায় শুরু হওয়া কর্মবিরতি চলাকালে সেনা কর্মকর্তারা সেখানে গিয়ে দেষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চাঁদাবাজির ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে চাঁদার বিষয়টি অস্বীকার করে জয়নাল আবেদিন বলেন, ওরা নিজেরা নিজেরা মারামারি করে এখন আমার ওপর দোষ চাপাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম