গাইবান্ধায় মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া সনদে চাকরি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া সনদে পরিবার পরিকল্পনা বিভাগে মোছা. ফিদা হক ওরফে পিচ্ছি নামে এক নারী গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী হিসাবে ৬ বছর ধরে চাকরি করছেন।
এ ঘটনায় জেলা প্রশাসক, রংপুর পরিবার পরিকল্পনা বিভাগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাইবান্ধা সদর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজিবপুর গ্রামের গরিব ফিদা হক পিচ্ছিকে (৮) তার বাবা কাজের মেয়ে হিসাবে সদর পূর্ব কোমরনই নিউ কদমতলির বীর মুক্তিযোদ্ধা মেহেরুল ইসলাম মণ্ডলের বাড়িতে রেখে যান।
এরপর ফিদার বাবা মারা গেলে সে ওই বাড়িতেই থেকে কাজের মেয়ে হিসাবে কাজ করে এবং লেখাপড়া করতে থাকে। এদিকে মেহেরুল গুরুতর অসুস্থ থাকার কারণে ফিদা পিচ্ছি স্কুল-কলেজে তার নিজের বাবার স্থলে পিতা হিসাবে মেহেরুলের নাম উলেখ করে। পরে সে কারিগরি শিক্ষাবোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এবং ভোটার আইডি কার্ডে ফিদা পিচ্ছি সেখানেও পিতা হিসাবে মেহেরুলের নাম ব্যবহার করে।
এরপর ফিদা সুকৌশলে মেহেরুলের আইডি কার্ড, মুক্তিযোদ্ধার সনদসহ বিভিন্ন কাগজপত্র চাকরির আবেদনের সঙ্গে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পরিবার পরিকল্পনা বিভাগে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারি হিসেবে ৩/খ ইউনিটে চাকরি নেন। পরে তার প্রতারণার বিষয়টি জানাজানি হলে মেহেরুল বর্তমানে জেলা শহরের জিগজাগ রোডের মাস্টারপাড়ায় বসবাস করেন।
এ ব্যাপারে ফিদা হক পিচ্ছির সঙ্গে মোবাইলফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।