লোহাগাড়ায় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু
লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
ছবি: যুগান্তর
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাপায় মো. সোহেল (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাউল বোঝাই ট্রাক ওই শ্রমিককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল কক্সবাজারের চকরিয়া উত্তর হারবাং (আজিজনগর) রোড পাড়া কলাতলি গ্রামের মোস্তাক আহমদের ছেলে।
এদিকে ঘাতক ট্রাকের চালক নিহত শ্রমিক সোহেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী আদিত্য বড়ুয়া বলেন, ইউনিয়ন পরিষদের চাউল বোঝাই ট্রাককে পেছনে আসার ইশারা দেন শ্রমিক সোহেল। তখন গাড়িটি পেছনে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আধুনগর ইউনিয়ন পরিষদের সচিব মিন্টু তালুকদার বলেন, মাসিক ভিজিডি চাউল ভর্তি করে ট্রাক খাদ্য গুদাম থেকে পরিষদে আসেন। চাউল নামানোর কাজে নিয়োজিত তাদেরই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ওই শ্রমিক।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, ঘটনাস্থল থেকে সোহেল নামের এক জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।