Logo
Logo
×

সারাদেশ

আখাউড়ায় যুবদল পরিচয়ে শিক্ষকের সম্পত্তি দখলের চেষ্টা

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম

আখাউড়ায় যুবদল পরিচয়ে শিক্ষকের সম্পত্তি দখলের চেষ্টা

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবদল নেতা পরিচয়ে এক শিক্ষক পরিবারের বাড়ির জায়গা জবর দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার সকালে পৌর শহরের মালদারপাড়ায় নিজ বাস ভবনে প্রয়াত শিক্ষক আব্দুল আওয়ালের ছেলে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম আসিফ এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তার মা সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক রীনা বেগম, তার স্ত্রী ও ভাড়াটিয়া উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. রিয়াজুল ইসলাম আসিফ অভিযোগ করে বলেন, আমি চাকুরী সূত্রে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করি। আখাউড়ায় পৈতৃক বাড়িতে আমার মা একা থাকেন। আমার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা শিমুল ভূঁইয়ার সাথে আমার পৈতৃক সম্পত্তি ১.৩১ শতক ভূমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। এ বিরোধের জের ধরে আমার পরিবারের সঙ্গে শিমুল ভূঁইয়া চরম ক্ষিপ্ত এবং নানা সময়ে আমাদের সাথে চরম দুর্ব্যবহার ও মানসিক নির্যাতন করে আসছে।

আসিফ বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর শিমুল ভূঁইয়া নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে তার লোকজন নিয়ে আমার বাড়ি ভাংচুর করে এবং আমার বাড়ি দখল করার চেষ্টা করে। এসময় আমার বাড়ির বিভিন্ন মূল্যবান স্থাপনা ও সীমানা প্রাচীর ভেঙ্গে ইট লুট করে নিয়ে যায়। শিমুল আমার ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে গালমন্দ করে।

বিষয়টি সেনাবাহিনী এবং থানায় অভিযোগ দিলে পুলিশ এবং সেনাবাহিনীর টিম পরিদর্শনে আসলে শিমুল ভূঁইয়া তাদের সামনেও চরম খারাপ আচরণ করে।

সংবাদ সম্মেলনে আসিফ আরও বলেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য দীর্ঘ দিন চেষ্টা করেছি। কিন্তু তারা শান্তিপূর্ণ সমাধান চান না। যুবদলের দলের নাম ব্যাবহার করা শিমুল ভূঁইয়া একটি ভূমিদস্যু সংঘবদ্ধ চক্র নিয়ে আমাকে হত্যা করে আমার সম্পত্তি জবর দখল করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিএনপি এবং সরকারের কাছে ন্যায় বিচার চাই।

অভিযোগের সত্যতা জানতে চাইলে অভিযুক্ত শিমুল ভূঁইয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, বিএস মূলে এ সম্পত্তির মালিকানা আমাদের। তাদের সাথে মামলা চলমান আছে। হুমকি দেওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে বলেন, আইনগতভাবে ফয়সালা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম