Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুর স্বজনের ২১তম জন্মোৎসব পালিত

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

গৌরীপুর স্বজনের ২১তম জন্মোৎসব পালিত

দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ২১তম জন্মোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, ‘অনুভবে-প্রেরণায় স্বজন, অগ্রযাত্রায় দৈনিক যুগান্তর’ শীর্ষক আলোচনা, কেককাটার মধ্য দিয়ে ২১ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম স্মরণে কুরআন তেলাওয়াত, প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি বলেন, স্বজন সমাবেশ সৃজনশীল, প্রেরণাদায়ক ও জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। যে সমাজে অনুপ্রাণিত করছে। বৃক্ষরোপণ, শিশুদের মেধা বিকাশ, তরুণদের উদ্বুদ্ধকরণসহ দেশ গঠনে ভূমিকা রাখছে। তারা মাদকের বিরুদ্ধে, বাল্যবিয়ের বিরুদ্ধে সকল অসামাজিকতার বিরুদ্ধে কাজ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর শরীরচর্চা ক্রীড়াবিদ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি মহসিন মিয়া, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল্লাহ। 

অনুভূতি প্রকাশ করেন- স্বজনের সহ-সভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান আরিফ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পরিবেশ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, লুৎফা বেগম রূপা, মাহমুদা আক্তার রিপা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রমজানুর রহমান নাজিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসজিনা আফরিন এ্যানি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আলভী, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, তাসাদদুল করিম, মো. মোখলেছুর রহমান, স্বজন সজিবুর রহমান শান্ত, রাকিবুল ইসলাম শান্ত।

সাংস্কৃতিক পর্বে অংশ নেন- স্বজন সাদিয়া আফরিন সুমাইয়া, মো. গোলাম রাব্বি, মাহিরা খান, মো. আবু হুরায়রা, তাহমিন ইসলাম আদিব, আহনাফ রশিদ, ইবনাত ইসলাম পারিশা, রিফাহ তাসনিয়া তরী, শিল্পী বেগম, তাহমিদ জিসান, মারিইয়াম নিসা, নাবা, লিপি, তায়্যিবা জামান রায়মা, জিহাদ, কাজী মুইনুল বাকির প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বৃক্ষরোপণ, কুইজ, স্বজন মেলাসহ ২১ দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ সংগঠনটি ২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর মাত্র ১৩ জন স্বজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম