Logo
Logo
×

সারাদেশ

বালুর নিচে ২ কোটি টাকার শাড়ি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

বালুর নিচে ২ কোটি টাকার শাড়ি

সিলেটের কানাইঘাটে ভারতীয় কাপড়ের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বালুভর্তি ট্রাক আটকে বালু সরানোর পর বেরিয়ে আসে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান। পরে জব্দকৃত মালামাল উদ্ধার করে তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ৬টার দিকে বিজিবি অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। এর আগে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় চোরাই চিনির চালান উদ্ধার করা হয়েছিল।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বর্ণিত স্থানে বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম