Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে খামার থেকে ৩০০ হাঁস লুট

Icon

যুগান্তর প্রতিবেদন দোহার-নবাবগঞ্জ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

নবাবগঞ্জে খামার থেকে ৩০০ হাঁস লুট

হাঁস

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী চরচরিয়া ‘দুলাল হাঁস-মুরগির খামারে’ হামলা চালিয়ে সোমবার গভীর রাতে প্রায় তিন শতাধিক হাঁস নিয়ে যায় ও ৫০টি মেরে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। 

খামারের মালিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বেনুখালী রাস্তার পাশে অবস্থিত চরচরিয়া গ্রামের দুলাল খানের হাঁস মুরগির খামারে সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তিনশ হাঁস নিয় যায়। এছাড়া প্রায় ৫০টি মেরে ফেলে রাখে। খামারটিতে প্রায় এক হাজার হাঁস ছিল বলে দাবি দুলাল খানের। 

খামার মালিক দুলাল খান বলেন, তিনি সৌদি আরবে চাকরি করতেন। করোনা মহামারির সময় দেশে আসেন। এরপর সংসার ও জীবিকা নির্বাহের জন্য নিজের সহায় সম্বল ও স্বজনদের কাছ থেকে ধার দেনা করে প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করেন ওই খামারে। গত ৪-৫ বছর ধরে হাঁস মুরগির খামার করে বেশ চলছিল তার সংসার। 

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খামারে যেতেই প্রায় অর্ধশত হাঁস রাস্তার পাশে মরা অবস্থায় পড়ে থাকতে দেখে হাউমাউ করে কেঁদে উঠেন। 

এ সময় তার ভাতিজা লিঙ্কন খামারে প্রবেশ করে দেখেন প্রায় তিনশ হাঁস নেই। পাশে কিছু জামা কাপড় ও অনেক চাবির ছড়াও ফেলে যায় দুবৃর্ত্তরা। এ ঘটনায় দুপুরে নবাবগঞ্জ থানায় মামলা করেন দুলাল খান। 

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হাঁস-মুরগি লুটপাট ও মেরে ফেলার ঘটনায় মামলা হয়েছে। দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম