ভারতের ডায়মন্ডহারবার কারাগারে বাংলাদেশি ১২ জেলে
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ১২ জন বাংলাদেশি জেলে এখন ভারতের কারাগারে রয়েছেন। এ ঘটনায় অদ্যাবধি নিখোঁজ রয়েছেন ইব্রাহিম (৩৮) নামে এক জেলে। সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১২ জেলেকে পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমা থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ উদ্ধারকৃত জেলেদের সোমবার দুপুরে ডায়মন্ডহারবার কারাগারে পাঠিয়েছে বলে জানা গেছে।
ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার মঙ্গলবার সকালে মোবাইল ফোনে জানান, শনিবার সকালে ভারতীয় জলসীমায় সাগরে ভাসমান বাংলাদেশি ১২ জেলেকে ভারতের জেলেরা উদ্ধার করেছেন। একটি বাঁশ ধরে সাগরে ভাসমান অবস্থায় ওই জেলেদের কাকদ্বীপ এলাকার ফিশিং বোট ‘এফবি পারমিতা-৬’ এর জেলেরা উদ্ধার করে পাথরপ্রতিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জয় কৃষ্ণ হালদার জানান, বরিশালের জয়দেব দাসের মালিকানাধীন ফিশিংবোট ‘এফবি কৌশিক’ ১৩ জন জেলেসহ বঙ্গোপসাগরে ডুবে যান। ডুবে যাওয়া ওই বোটের ১২ জেলে একটি বাঁশ ধরে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যান। উদ্ধার বাংলাদেশি ১২ জন জেলেকে কাকদ্বীপ জেলার পাথরপ্রতিমা থানার পুলিশ তাদের হেফাজতে নেয় বলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান।
এদিকে ডুবে যাওয়া ফিশিংবোট এফবি কৌশিকের মালিক বরিশালের বাকেরগঞ্জের নলুয়া গ্রামের জয়দেব দাস মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তার মালিকানাধীন ফিশিংবোট এফবি কৌশিক ঝড়ের কবলে পড়ে ১৩ জেলেসহ ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে সাগরের ফেয়ারওয়ে বয়ার দক্ষিণে ১৪০ কিলোমিটার দূরে গভীর সাগরের ৭৬২নং রুটে ডুবে যায়। বোটের ১২ জন জেলেকে ভাসমান অবস্থায় ভারতীয় জেলেরা উদ্ধার করে। ইব্রাহিম (২৮) নামে তার একজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলের বাড়ি পটুয়াখালীর জেলার গলাচিপা থানার চিকনকান্দি গ্রামে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হলেও উদ্ধারকারী জেলেরা ওই দেশের পাথরপ্রতিমা থানায় জেলেদের হস্তান্তর করে বলে জয়দেব দাস ক্ষোভ প্রকাশ করেন।