বিষাক্ত সাপের ঝাপান খেলা অনুষ্ঠান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আদিবাসী পল্লীতে মনসা পূজা উপলক্ষে প্রতি বছরের মতো বিষাক্ত সাপের (ঝাপান) খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে দর্শনা পৌরসভার আদিবাসী পল্লী কালিদাসপুর দুর্গামন্দিরের সামনে দিনব্যাপী বিষাক্ত সাপের এ ঝাপান খেলা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
ঝাপান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা গাইদঘাট গ্রামের সাপুরিয়া অলি আহাদের দল ও দামুড়হুদার সদাবরি গ্রামের সাপুরিয়া মহিদ আলির দল। তাদের দলের সঙ্গে সারা দিনব্যাপী বিষাক্ত সাপের খেলায় চরম প্রতিযোগিতা শুরু হয়। গায়কদের গান ও বাদ্যের তালে তালে সাপ নিয়ে মঞ্চে খেলা করে উৎসুক জনতার বেশ আনন্দ দেয়।
পূজা ও মন্দির কমিটির সভাপতি শ্রী সংকর কুমার জানান, প্রতি বছর ভাদ্র মাসের শেষে মা মনসার পূজা উপলক্ষে আমরা গ্রামবাংলার এ বিষাক্ত সাপের ঝাপান খেলার আয়োজন করে থাকি। আমাদের ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়।
এ বিষয়ে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, অনেক সুন্দর এ আয়োজন মুগ্ধ হয়েছি। প্রতি বছর তারা এ আয়োজনটি করে থাকেন।