Logo
Logo
×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পিএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে এ স্থলবন্দর দিয়ে। 

তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. রাজীব ভূঁইয়া জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।

বুধবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া নিশ্চিত করেছেন। 

আখাউড়া আন্তর্জাতিক  ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম জানান, আখাউড়া স্থলবন্দরে সকাল থেকে দু'দের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম