
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম
গাছের ডালে যুবকের ঝুলন্ত লাশ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ এএম

প্রতীকী ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির আঙিনায় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সোহাগ আহমদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোহাগ নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যায় স্থানীয় চেলা নদীতে বালুপাথর উত্তোলন করতে যায় সোহাগ। পরদিন সোমবার ভোর ৫ টার দিকে সোহাগের স্ত্রী নিজ বসত ঘরের আঙ্গিনায় স্বামী সোহাগ আহমদের গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশীরা জড়ো হয়। তাত্ক্ষণিক পুলিশে খবর দেয় তারা।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ সোহাগ আহমদের লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।