দুদিন বন্ধের পর দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
![দুদিন বন্ধের পর দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/16/Rajbari-66e821cacf9a5.jpg)
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় দৌলতদিয়া ঘাট লঞ্চ মালিক সমিতি কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়ার স্বাভাবিক হলে শুরু হয়েছে লঞ্চ চলাচল।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে দৌলতদিয়া ঘাট লঞ্চ মালিক সমিতির ম্যানেজার মো. আউয়াল সেখ জানান, বৈরি আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির কারণে দৌলতদিয়ায় লঞ্চ ঘাটে দুই দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। যাত্রী সাধারণের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চ চালু করে দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতি কর্তৃপক্ষ।
তিনি বলেন, ঢাকাফেরত যাত্রীদের একটু বেশি চাপ থাকলেও ঢাকামুখী যাত্রী সাধারণের চাপ একেবারেই নেই। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ বহরে থাকলেও বর্তমানে ১৬টি লঞ্চ চলাচল করছে বলে জানান।
লঞ্চে ঢাকাফেরত যাত্রী রওশন আরা বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটু ছুটি পেয়েছি। তাই পরিবারের সবাইকে নিয়ে মানিকগঞ্জ থেকে গোয়ালন্দের বাড়িতে চলে আসলাম।
ঢাকামুখী যাত্রী সোহরাব হোসেন বলেন, আবহাওয়া খারাপ থাকার পর জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে; তাই লঞ্চে চেপে বসলাম।