Logo
Logo
×

সারাদেশ

অনলাইন জুয়ায় হেরে গিয়ে যুবকের কাণ্ড

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম

অনলাইন জুয়ায় হেরে গিয়ে যুবকের কাণ্ড

খুলনার কয়রায় মোবাইল জুয়া খেলে বার বার ব্যর্থ হয়ে ঋণের  দায়ে হানিফ (২৫) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাত ৯ টার নাকশা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

হানিফ ওই গ্রামের মৃত রাজ্জাক গাজীর পুত্র।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রেজাউল করিম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ গাজী মোবাইল জুয়ায় আসক্ত ছিলেন। তিনি এই জুয়া খেলায় অনেক টাকা নষ্ট করেছেন। রোববার তিনি তার নিজের মোবাইল অন্য একজনের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে অনলাইন জুয়া খেলে হেরে যান। হেরে যাওয়ায় অভিমানে রোববার রাতে বাড়িতে এসে ফাঁস দেন। তাৎক্ষণিক বিষয়টি পরিবারের কেউ জানতে পারেনি। দীর্ঘ সময় সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। তারপর ঘরের দরজা ভেঙে ঘর থেকে ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, হানিফ গাজীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম