মধ্যরাতে স্থগিত, চট্টগ্রাম বিএনপির শোভাযাত্রা মঙ্গলবার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার কেন্দ্রঘোষিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। শুরুর আগের দিন মধ্যরাতে এ ঘোষণা দেওয়া হয়।
স্থগিত শোভাযাত্রাটি মঙ্গলবার দুপুর ২টায় নগরীর ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে শুরু হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দলীয় সূত্র জানায়, রোববার দুপুর ২টায় শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল। সম্পন্ন হয়েছিল আয়োজনের সকল প্রস্তুতিও কিন্তু শনিবার রাত প্রায় ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে দলের পক্ষ থেকে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামে গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। বিষয়টি মাথায় রেখে শোভাযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়, যেন যোগ দিতে আসা নেতাকর্মীরা কোনো ধরনের অসুবিধার মুখে না পড়েন।
চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্র ঘোষিত রোববারের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। এ শোভাযাত্রা মঙ্গলবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে।