তাহিরপুরে নারী শ্রমিককে ধর্ষণ, অভিযুক্ত অধরা
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
রেস্টুরেন্টের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাবুল মিয়া নামে এক ব্যবসায়ির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তবে এখনো তাকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্ত বাবুল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মুলতলা গ্রামের অধিবাসী। পেশায় ব্যবসায়ী ও দুই সন্তানের জনক।
শনিবার রাতে ভিকটিম নারী শ্রমিক বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। শনিবার রাতে জানা যায়, শিমুলতলা গ্রামের ব্যবসায়ী বাবুল ৮ সেপ্টেম্বর মধ্যরাতে এ নারীকে ধর্ষণ করে।
এ ঘটনার পরদিন ৯ সেপ্টেম্বর ভিকটিম তাহিরপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। এরপর নিজে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে চিকিৎসাসেবা নেন ওই নারী শ্রমিক।
শনিবার রাতে ভিকটিম বলেন, চার সন্তানের ভরণপোষণের জন্য বাদাঘাট বাজারে রেস্টুরেন্টে কাজ করি। একই বাজারের ব্যবসায়ী ও গ্রামের বাসিন্দা বাবুল আমাকে দ্বীর্ঘদিন ধরেই নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। চাইলে থানা পুলিশ তাকে অভিযোগের পর পরই গ্রেফতার করতে পারত, কিন্তু অভিযোগের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ তাকে গ্রেফতার করেনি।
ওসি এসএম মাইন উদ্দিন যুগান্তরকে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।