Logo
Logo
×

সারাদেশ

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। রোববার দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের দাপুনিয়া ইউনিয়নের সাতমাইল নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের মৃত জলিল প্রামাণিকের ছেলে শিমুল প্রামাণিক (৩২) এবং দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাঁতি ভাটাপারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)।

আহতরা হলেন- ইসলাম গাঁতি গ্রামের মৃত এলাই হোসেনের ছেলে হামিদুল (২৫), সুবহান প্রামাণিকের ছেলে মোহাম্মদ রেজাউল (৩০), সাহাপুরের আব্দুর রবের ছেলে শরিফুল ইসলাম (২৮), আনার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), মিজানুর রহমানের ছেলে হারেছ (৩২), রবিউল ইসলাম (৩৫) ও আব্দুল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনার বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া ছাব্বির পরিবহণ নামক একটি যাত্রীবাহী বাস দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

পাবনা সদর থানার ওসি রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম