Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে হেফাজতের মিছিলে গুলি

ওসি রফিকসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পিএম

ওসি রফিকসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি

তিন বছর আগে ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারীতে পুলিশের গুলিতে চার হেফাজত কর্মীর মৃত্যুর ঘটনায় তৎকালীন ওসি রফিকসহ সংশ্লিদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার বিকালে হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন আল-আমিন সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সমাজকল্যাণ সম্পাদক আহসান উল্লাহ মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির ও সহকারী মহাসচিব জাকারিয়া নোমান ফয়েজীসহ নেতারা। 

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এক হেফাজতকর্মীর বাবা ২৩ আগস্ট তৎকালীন ওসি (বর্তমানে সহকারী পুলিশ সুপার) রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। 

এরই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরায় এপিবিএন সদর দপ্তর থেকে সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে হাটহাজারী থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের নির্দেশে হেফাজতের মিছিলে সরাসরি গুলি চালানো হয়েছিল। এতে চার হেফাজত কর্মীসহ অর্ধশতাধিক মানুষ হতাহত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম