Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বিএনপি নেতা মাহফুজুল হক টিকন। ছবি: সংগৃহীত

বগুড়ায় বিএনপি নেতা মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর হুমকিতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আদমদীঘির ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিতভাবে এ অভিযোগ করেন। 

ব্যবসায়ী শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আদমদীঘি উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন গত ২৩ আগস্ট রাতে তাকে ফোন দিয়ে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেলে রাজনৈতিক মামলায় আসামি করার হুমকি দেন। 

টিকন আরও বলেন, আপনার ভাই শাহিনুর ইসলাম আমাদের চাহিদামতো চাঁদা না দেওয়ায় সান্তাহার যুবদল অফিস পোড়ানোর মামলায় আসামি করা হয়েছে। আপনি আমার চাহিদা পূরণ না করলে আপনার জন্য এর চেয়ে কঠিন অবস্থা অপেক্ষা করছে। 

এদিকে ব্যবসায়ী শফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মাহফুজুল হক টিকন শনিবার প্রেস ক্লাবে পালটা সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শফিকুল ইসলাম একজন প্রতারক, আদম ব্যবসায়ী। তিনি তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছেন। এক প্রভাবশালীর ছত্রছায়ায় তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এসব মিথ্যাচার করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম