Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটিতে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

রাঙামাটিতে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি

নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশার নার্সদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করা হয়েছে। 

শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে দায়িত্বরত সর্বস্তরের নার্স কর্মকর্তা ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

এ সময় সিনিয়র স্টাফ নার্স মিঠু দাশ, শুভ্রা দে, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাজিদ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান, আব্দুল্লাহ্ তালুকদার বক্তব্য দেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিঠু দাশ বলেন, সম্প্রতি বিভিন্ন দাবি নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করে নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ভুল ছিল বলে কটূক্তি করেন। সেসময় তিনি আমাদের ও আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। এজন্য তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া তারা আমাদের পেশার না হওয়ার কারণে আমাদের সমস্যাগুলো বুঝতে চান না। তাই আমাদের দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধন থেকে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকসহ সব পদে নার্সদের পদায়নের দাবিও জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম