Logo
Logo
×

সারাদেশ

কাজের বুয়া বেশে নিয়ে যাচ্ছিলেন দেড় কোটি টাকার হেরোইন

Icon

পূবাইল ও কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ এএম

কাজের বুয়া বেশে নিয়ে যাচ্ছিলেন দেড় কোটি টাকার হেরোইন

কাজের বুয়া বেশে মেয়ের বাসা রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেওয়ার পথে গাজীপুর থেকে গ্রেফতার হয়েছেন এক বৃদ্ধা। শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

গ্রেফতার বৃদ্ধা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০)। 

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাওয়ার গোপন খবরে এসআই হুমায়ুনের নেতৃত্বে একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান পরিচালনা করে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন এক বৃদ্ধাকে তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। 

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, কাজের বুয়া বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। ওই বৃদ্ধার কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে একাধিক বাড়ি রয়েছে।  তার কাছে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম