স্ত্রীর ওষুধ আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ এএম
বগুড়ায় অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনে ফেরার পথে ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরান বগুড়ার ওয়াপদা গেট এলাকায় পদ্মরাগ ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা কামাল এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আশরাফুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী অসুস্থ। শুক্রবার রাতে স্ত্রী ওষুধ কেনার জন্য এক বন্ধুর সাথে মোটরসাইকেলে শহরের সাতমাথায় যান। ওষুধ কিনে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে ওয়াপদা গেট এলাকায় রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় বগুড়া স্টেশন ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা বন্ধু লাফ দিলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।