বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পাঁচবিবিতে শহিদ বিশালের বাড়িতে সমন্বয়করা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
![পাঁচবিবিতে শহিদ বিশালের বাড়িতে সমন্বয়করা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/13/Pancbibi-66e46a2588976.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট শহিদ জয়পুরহাটের পাঁচবিবির রতনপুর গ্রামের কলেজছাত্র নজিবুল সরকার বিশালের বাড়িতে শুক্রবার দোয়া মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার।
এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মাহিনের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেকার আলম আসাদ, সাইফুল ইসলাম, ওসি ফয়সাল বিন আহসান। শহিদ বিশাল পাঁচবিবি নাকরগাছীর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
তিনি দিনমজুর মজিদুল সরকারের ছেলে। জয়পুরহাটের রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের অফিসের সামনে গুলিতে নিহত হন নজিবুল সরকার বিশাল।