Logo
Logo
×

সারাদেশ

বারহাট্টা আ.লীগের সভাপতি খোকন কারাগারে

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

বারহাট্টা আ.লীগের সভাপতি খোকন কারাগারে

র‌্যাবের হাতে গ্রেফতার খায়রুল কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। খায়রুল কবির খোকন বারহাট্টার প্রেমনগর গ্রামের পরশ আলীর ছেলে। 

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন (৫৪) বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। তার নেতৃত্বে লোকজন জেলার বারহাট্টা উপজেলা সদরে মাইল্যাব ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায়। হামলাকারীরা ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার মালামাল লুটপাট ও ভাঙচুর করে। এতে ব্যাপক ক্ষতি ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে। 

এ ঘটনায় আশিক মিয়া বাদী হয়ে গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় করেন। আসামিরা গ্রেফতার এড়াতে পালিয়ে যান। র‌্যাব-১৪ এর অভিযানিক দল মামলার আসামি খায়রুল কবির খোকনকে বৃহস্পতিবার বিকালে ঢাকার মিরপুরের কল্যাণপুর থেকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল কবির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান জানান, র‌্যাবের হাতে গ্রেফতার খায়রুল কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম