Logo
Logo
×

সারাদেশ

ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ৪৪০ কেজি ইলিশ পাচারের সময় বিজিবি তা জব্দ করেছে। বৃহস্পতিবার রাত ১২ টায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকার মানরা নামক স্থানে বিজিবি এই ইলিশ মাছ জব্দ করে। 

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ান।

বিজিবিসূত্র ও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল বিজিবি ক্যাম্পের বিজিবি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মানরা নামক স্থান থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৮ হাজার টাকা। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। 

চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মানরা নামক স্থানে এসব ইলিশ মাছ পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম