Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ করল প্রশাসন

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ করল প্রশাসন

বাঁধ

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। 

উপজেলার গুমানী নদীর ছাওয়ালদহ এলাকায় পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে এ বাঁধ দেওয়া হয়েছিল।

শুক্রবার বেলা ১১টার দিকে বাঁধটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপসারণ করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। এ সময় জব্দ করা সোঁতি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বেশকিছু অসাধু মাছ শিকারী উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত গুমানী নদীর ছাওয়াদহ এলাকায় নদীতে স্রোত সৃষ্টি করে অবৈধভাবে সোঁতি বাঁধ দিয়ে মাছ শিকার করছিল। পানির প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জমি চাষাবাদ ব্যাহত হচ্ছিল কৃষকদের। 

স্থানীয়রা অভিযোগ জানালে ইউএনও রেদুয়ানুল হালিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন থানা পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সোঁতি বাঁধ অপসারণ ও জাল জব্দ করে পুড়িয়ে ফেলেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন অসাধু মৎস্য শিকারীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসাধু উপায়ে মাছ শিকারের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সোঁতি বাঁধ উচ্ছেদ করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম