Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ‘ক্রসফায়ারে’ বিএনপি কর্মী হত্যা

বেনজীর ও আইজিপি শহীদুলসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ এএম

বেনজীর ও আইজিপি শহীদুলসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

‘ক্রসফায়ারের নামে’ স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ ৫ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজ্জাম্মেল হক ও র‌্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালীনসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতে ক্রসফায়ারে নিহত আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখো বেগম বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। 

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রহনপুর বাস টার্মিনালে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে বিএনপি কর্মী আবুল হোসেন বাবুকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় র‌্যাব ও পুলিশ সদস্যরা। 

তিনি বলেন, পরদিন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আইনজীবী বলেন, এতদিন হুমকি-ধমকি ও ভয়ে মামলা করতে পারেনি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী। 

এতদিন পর স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম ও তার মা হাসনারা বেগম। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারেরও দাবি জানান তারা।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম