ফজলে করিমকে আটকের খবরে রাঙ্গুনিয়ায় মিষ্টি বিতরণ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হওয়ার খবরে রাঙ্গুনিয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রোয়াজারহাট বাজারে মিষ্টি বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
তারা পথচারী, দোকানদার, যানবাহন চালকসহ বিভিন্ন সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, রাঙ্গুনিয়ার সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অবৈধভাবে ফাঁসি দিয়ে হত্যা করার পর যেদিন রাউজানের নিজ গ্রামে দাফন করতে আনা হয়, তখন ফজলে করিম জানাজায় অংশ নিতে লোকজন দিয়ে বাধা দেন। জানাজায় অংশ নিতে গিয়ে আমাদের ওপর হামলার ঘটনা ঘটে। এমনকি পরবর্তীতে তার কবর জিয়ারতে গিয়েও হামলার শিকার হতে হয়েছে তার পালিত আওয়ামী সন্ত্রাসীদের হাতে। একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের কবর জিয়ারতে ভোরে গিয়েও রেহাই পায়নি। তাই তার গ্রেফতারের খবরে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেছি।
মিষ্টি বিতরণকালে জেলা ছাত্রদল নেতা ফারুকুল ইসলাম ছাড়াও যুবদল নেতা মো. দিদার আলম, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেদুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইয়াকুব রানা, মো. শাহেদুল ইসলাম ইফাক, মো. লিয়াকত, স্বেচ্ছাসেবক দলের মো. শাহেদ, মো. মনছুর, মো. শওকত, মো. ইয়াকুব, মো. সিপাত, মো. জনি, মো. ইব্রাহিম, মো. রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।