Logo
Logo
×

সারাদেশ

হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে মেহাম্মদ সৈয়দ (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ বড়উঠান ইউনিয়নের দৌলতপুর আবুল খায়ের সওদাগরের বাড়ির আবুল খায়েরের পুত্র।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে আসা একপাল হাতি বুধবার রাত ১টার দিকে আবুল খায়েরের বাড়ির আশপাশে অবস্থান নেয়। হাতির উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে গেলেও সৈয়দকে হাতি ধরে ফেলে। এরপর হাতিটি ওই কৃষককে হত্যা এবং তার শরীর ছিন্নভিন্ন করে ফেলে। বৃহস্পতিবার সকালে তার লাশ দাফন করা হয়। 

বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ারা-কর্ণফুলীর মানুষ কয়েক বছর ধরে হাতি আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত কয়েক বছরে হাতির আক্রমণে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম