গজারিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
![গজারিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/12/লাশ-66e282bca3ff0.jpg)
প্রতীকী ছবি
মুন্সিগঞ্জের গজারিয়ায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া-মুদারকান্দি কবরস্হানের ওযুখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির কবর খুড়তে কবরস্হানে গেলে একজন বিবস্ত্র অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিলে তিনি এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এখনও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হবে এবং পরিচয় পাওয়ার জন্য পুলিশ কাজ করছেন।