Logo
Logo
×

সারাদেশ

চৌহালীতে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ এএম

চৌহালীতে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে নিখোঁজের একদিন পর চাচাতো ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের লাশ যমুনা নদীর তীর সংলগ্ন খাষকাউলিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। গত বুধবার বিকালে যমুনা নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হয় ।

মৃতরা হলো- উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের আলমগীর হোসেনর ছেলে হজরত আলী (৭)ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

চৌহালী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলে। তারা দুইজন নদী থেকে উঠে দাদার অগোচরে আবারও নদীতে নামে। পরে তারা দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। 

বৃহস্পতিবার সকালে যমুনা নদী থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে নৌপুলিশ। 

চৌহালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী।

চৌহালীতে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম