
প্রিন্ট: ১৪ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম
সীতাকুণ্ড যুবদলের আহবায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

আরও পড়ুন
সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার নগরীর একটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ফজলুল করিম বলেন, আবুল খায়ের গ্রুপের একটি স্ক্র্যাপের গাড়ি থেকে মালামাল চুরির সময় চুরির সঙ্গে জড়িতদের আটক করা নিয়ে ভুল বোঝাবুঝির কারণে তাকে থানায় নেওয়া হয়েছিল। পরে ভুল বোঝাবুঝির অবসান হলে তিনি থানা থেকে চলে আসেন; কিন্তু মহলটি পুলিশ ও সেনাবাহিনী চাঁদাবাজির অভিযোগে তাকে (ফজলুল করিম) গ্রেফতার করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। একইসঙ্গে কয়েকটি মিডিয়ায়ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়।
মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।