গাজীপুরে বেক্সিমকো কারখানার শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। বুধবার সকাল থেকেই বেক্সিমকো কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।
পুলিশ, এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিজ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা সারাবো এলাকাসহ আশপাশে এলাকার বিভিন্ন পোশাক কারখানা ছুটি ঘোষণার দাবি করেন। এছাড়া ওইসব কারখানার শ্রমিকদের কাজ বন্ধ করে তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে বলেন। একপর্যায়ে বেক্সিমকো কারখানার শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে গিয়ে জানালার কাচ ও গেট ভাঙচুর চালায়। এতে আতঙ্কিত হয়ে অনেক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সারাবো এলাকায় অবস্থিত বিগ বস করপোরেশন লিমিটেড কারখানার ম্যানেজার মোজাম্মেল হক টিপু বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা তাদের কারখানাসহ বিভিন্ন কারখানায় এসে হামলা ও ভাঙচুর চালান।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, বেক্সিমকো গ্রুপের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। এ সময় তারা অন্যান্য কারখানাও বন্ধ করতে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।