Logo
Logo
×

সারাদেশ

যৌথবাহিনীর অভিযানে চেয়ারম্যানসহ আটক ৫, মারা গেলেন দুজন

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

যৌথবাহিনীর অভিযানে চেয়ারম্যানসহ আটক ৫, মারা গেলেন দুজন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করে। এর মধ্যে দুজন মারা গেছেন।

মঙ্গলবার ভোররাতে উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট (৫২), শফিকুল ইসলাম (৪৫), সাহাদত হোসেন পলাশ (৪৫), রিয়াজুল ইসলাম রকি (২৮) ও সোহরাব হোসেন আপেলকে (৩৫) আটক করা হয়। আটককৃতরা স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক। এদের মধ্যে শফিকুল ইসলাম (৪৫) ও সোহরাব হোসেন আপেল নামে ২ যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে যৌথবাহিনীর অভিযানে ভরতখালী হাট এলাকার ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সুইটসহ ৫ জনকে আটক করা হয়। আটকের পর চিকিৎসার জন্য প্রথমে তাদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আটককৃতদের দুজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদের মধ্যে বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে শফিকুল ইসলাম (৪৫) এবং গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল (৩৫) মারা যান। বাকি তিনজন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সাহাদত হোসেন পলাশ এবং রিয়াজুল ইসলাম রকি (২৮) গাইবান্ধা সদর হাসপাতালে যৌথবাহিনীর হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রিয়াদ আহম্মেদ জানান, যৌথবাহিনীর হাতে আটক ৫ জনকে মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল, তাদের সবার অবস্থা বেশি ভালো ছিল না। এ কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে বগুড়া এবং গাইবান্ধায় প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম