Logo
Logo
×

সারাদেশ

সাপ নিয়ে খেলা, কিশোরের চরম পরিণতি

Icon

লোহাগাড়া ও লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

সাপ নিয়ে খেলা, কিশোরের চরম পরিণতি

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষাক্ত সাপ নিয়ে খেলতে গিয়ে চরম পরিণতি হলো মো. সাঈদ (১৯) নামে এক কিশোরের। ওই সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাঈদ লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের আঁধারমানিক লালারখিল এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে সাঈদ বিষাক্ত সাপ ধরে খেলার সময় কামড় দেয়। এর কিছুক্ষণ পর তার শরীরে বিষের প্রতিক্রিয়া দেখা দেয়। রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার তার শারীরিক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান জানান, সাপে কামড় দেওয়া এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এন্টিভেনম দেওয়ার পরে ও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম