Logo
Logo
×

সারাদেশ

ভারতে যাওয়ার সময় সীমান্তে তিন তরুণী আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ এএম

ভারতে যাওয়ার সময় সীমান্তে তিন তরুণী আটক

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধপথে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি তিন তরুণীকে আটক করেছে বিজিবি। সোমবার বিকালে উপজেলার হিজলদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মনিকা খাতুন (২১) ও রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার জুলি (১৫)।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আশরাফুল হক জানান, আটক তরুণীরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হিজলদির সুলতানপুর এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা স্বেচ্ছায় কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মামলা দিয়ে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

সাতক্ষীরা ভারতে যাওয়ার সময় সীমান্তে তিন তরুণী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম