Logo
Logo
×

সারাদেশ

স্মার্টফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ এএম

স্মার্টফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্মার্টফোন কিনে না দেওয়ায় সামিয়া খাতুন নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত সামিয়া ওই গ্রামের আলমসাধু চালক সাইদুল ইসলামের মেয়ে ও পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে সিলিংফ্যানে ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। 

পুলিশ সূত্রে জানা যায়, স্মার্টফোন কিনে দেওয়ার জন্য পরিবারের নিকট আবদার করে স্কুলছাত্রী সামিয়া। তারা স্মার্টফোন কিনে দিবে না বলে জানায়। এ নিয়ে তার বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। 

সোমবার দুপুর ১২টার দিকে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় সামিয়া। সামিয়ার বাবা সাইদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। আলমসাধু চালিয়ে সংসার চলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সামিয়া বড়। অল্প বয়সে স্মার্টফোন কিনে দিলে লেখাপড়া নষ্ট হয়ে যাবে বলে কিনে দিতে চাইনি। 

আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম