কালকিনিতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ এএম
কালকিনিতে দল পরিচালনার নামে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শিকারমঙ্গল ইউপি বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু মালের বিরুদ্ধে।
তিনি এক ইউপি সদস্যসহ বেশ কিছু লোকজনের কাছ থেকে লাখ-লাখ টাকা চাঁদা আদায় করছেন বলে বলে একাধিক সূত্র জানায়।
সোমবার ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান বাবলু মাল এলাকার তার দলবল পরিচালনা করার জন্য শিকারমঙ্গল ইউপি পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বাদল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে ১০ আগস্টে ৫ হাজার টাকা চাঁদা নেন। বর্তমানে আরও ৫ হাজার টাকা চাঁদার জন্য চাপ দিয়ে আসছেন। এ চাঁদার টাকা পরিশোধ না করা হলে তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে আসছেন।
এছাড়াও একই এলাকার প্রবাসী হালিম সরদারের স্ত্রীর কাছে ১ লাখ ৫০ হাজার, প্রবাসী মিঠু বেপারীর কাছে ৫ হাজার, প্রবাসীর স্ত্রী সনিয়া আক্তারের কাছে ১০ হাজার হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন বিএনপি নেতা বাবলু।
অভিযুক্ত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবলু এ অভিযোগ অস্বীকার করে বলেন, যারা অভিযোগ দিয়েছে তারা সাবেক এমপি গোলাপের লোক। অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, বিএনপির কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের দল থেকে বের করে দেওয়া হবে।