গৌরীপুরে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
![গৌরীপুরে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/09/Mymensingh-66df29369488f.jpg)
পুরস্কার বিতরণ
দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের দুইযুগ পূর্তি ও অমর একুশে উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
তিনি বলেন, প্রত্যেক শিশুকে সংস্কৃতিভাবাপন্ন মানবিক মূল্যবোধসর্ম্পূণ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ-সংস্কৃতি, সাহিত্যঙ্গনে তরুণদের সম্পৃক্ত করতে হবে। স্বজনরা সেই কাজ করে যাচ্ছেন। তাদের প্রত্যেকটি অনুপ্রেরণামূলক আয়োজন দেখে খুব ভালো লাগে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, মো. আব্দুল মালেক, রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, লুৎফা বেগম রূপা, মাহমুদা আক্তার রিপা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসজিনা আফরিন এ্যানি, সাংবাদিক শামীম আলভী, রমজানুর রহমান নাজিম, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, তাসাদদুল করিম প্রমুখ।