প্রাণনাশের হুমকি, মধুপুর বিএনপি সম্পাদকের বিরুদ্ধে জিডি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
প্রকাশ্যে রাজনৈতিক জনসভায় হাত-পা কেটে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ এনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ঘটেছে এমন ঘটনা।
রোববার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বিরুদ্ধে সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন আলোচিত অভিযোগ তুলে মধুপুর থানায় ওই সাধারণ ডায়েরি করেছেন।
রোববার রাতে করা ৩৭০ নম্বর সাধারণ ডায়েরিতে সাবেক নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, কুড়ালিয় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধের জেরে গত শনিবার বিকালে ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে তাকে হুমকি দিয়েছেন। মাইকে তার হাত-পা কেটে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি ভবিষ্যতের প্রয়োজনে সাধারণ ডায়েরি করতে আবেদন করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বক্তব্যে ব্যবসায়ী আনোয়ারের নাম ‘কালো আনোয়ার’ উল্লেখ করে হুমকিমূলক কথা বলেতে শোনা গেছে। এ সময় তিনি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতির উদাহরণও টেনেছেন।
অভিযুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তার বক্তব্যের বিষয়ে জানান, সন্ত্রাসী যেই হোক তাকে প্রতিহত করার অঙ্গীকারমূলক বক্তব্য দিতে গিয়ে অনেক বিষয় উঠেছে। বক্তব্যের খণ্ডিত অংশ উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। পুরোটুকু প্রকাশ হলে সব পরিষ্কার হতো।
তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি হওয়ার বিষয়টি তিনি স্বীকার করে জানান, সামাজিকভাবে এলাকার সবাই অবগত কারা কেমন।