ছাত্র আন্দোলনে হামলা
তাহিরপুরে অধ্যক্ষসহ আ.লীগ নেতাদের নামে মামলা
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
সুনামগঞ্জের তাহিরপুরে অধ্যক্ষসহ ৮০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে থানায় মামলা করা হয়েছে। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উত্তর বড়দল ইউনিয়নের আলাল উদ্দিনের ছেলে আজিজুর রহমান ওই মামলাটি করেন।
উলেখযোগ্য আসামিরা হলেন, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জুনাব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, তার ভাতিজা ছাত্রলীগ কর্মী তারেক আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জিয়াউর রহমান, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনের ভাগ্নে নুরে আলম সিদ্দিক সজল, ভাতিজা তোফায়েল আহমদ তানিল, মানিক রাজ ওরফে কালা মানিকসহ দেড়শ জন। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদাঘাট বাজারে হামলা চালায় আসামিরা।