Logo
Logo
×

সারাদেশ

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি

বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায় ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. কান্তি প্রিয় দাশের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। 

তাদের পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার দোসর দাবি করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ছাত্র আন্দোলন চলাকালে ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ্য বিরোধিতা করেন। তাদের হল ত্যাগে বাধ্য করেন। অন্যথায় পুলিশ পাঠিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। বিদ্যুৎ, পানি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা, নিরাপত্তা সেবা, বিদ্যুৎ বিল, বইপত্র, জ্বালানি, ক্রীড়াসামগ্রী, রাসায়নিক সামগ্রী ক্রয়সহ বিভিন্ন খাত থেকে বছরে অন্তত ২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করছেন। রোববার বিকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব অভিযোগ করেন। 

এ সময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী মিনহাজ আহমেদ, সানজিদা আক্তার তামান্না, মো. আকিব মাহমুদ, মো. আবু হাসান ও কাওসার আহমেদ। এ সময় তারা দুর্নীতি দমন কমিশনকে মেডিকেল কলেজের দুর্নীতির বিষয়টি তদন্তের আহবান জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম