Logo
Logo
×

সারাদেশ

শিক্ষকদের বিরুদ্ধে কোটি টাকার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ 

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

শিক্ষকদের বিরুদ্ধে কোটি টাকার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ 

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকার কয়েক কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের সহযোগিতায় ডুয়েটের ১৬ জন শিক্ষক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার ব্যবসায়ী ও মানবি কনস্ট্রাকশনের মালিক সাইফুল ইসলাম সরকার।

রোববার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

অভিযোগ করে তিনি বলেন, মহানগরীর ভুরুলিয়া এলাকায় পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তারা। সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৬ জন শিক্ষক ওই এলাকার জনৈক রেহেনা ও হোসেন শহিদ সরকারকে সঙ্গে নিয়ে ৪৪১ শতাংশ জমি নিজেদের দাবি করে দখল করতে আসেন। এতে সাইফুল ইসলাম সরকার ও তার পরিবারের লোকজন বাধা দেন। 

পরে গত ৫ আগস্ট রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে রেহেনার লোকজন। এ সময় তারা সাইফুলকে প্রাণনাশের হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

এ ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম