
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম
আশুলিয়ায় ৮ পোশাক কারখানায় সাধারণ ছুটি

সাভার প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। কিন্তু তা সত্ত্বেও আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি দেয় কারখানা কৃর্তপক্ষ।
এদিকে পোশাক কারখানায় অস্থিরতার কারণে চারজনকে আটক করেছে পুলিশ। তবে তারা শ্রমিক কিনা জানা যায়নি।
শনিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে আটকরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মোতালেব হোসেন (২৫), জয়পুরহাটের পাঁচবিবি থানার সেলিম রেজা (২১), ভোলার চরফ্যাশন থানার মো. রাসেল (২৩) এবং নওগাঁ জেলার আত্রাই থানার লিটন কুমার দাস (২৩)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করেন।
এর আগেও ১৪ জনকে আটক করা হয়েছিল।
বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
শ্রমিক আটক বিষয়ে তিনি বলেন, এর আগে ১৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এখন যে চারজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।