Logo
Logo
×

সারাদেশ

‘আওয়ামী দোসর’কে রামেবির উপাচার্য না করার দাবিতে সমাবেশ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ এএম

‘আওয়ামী দোসর’কে রামেবির উপাচার্য না করার দাবিতে সমাবেশ

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের কোনো দোসরকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য নিয়োগ না দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে। 

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীদের একাংশ প্রতিষ্ঠানটির সামনে এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, রামেকের সাবেক উপাধ্যক্ষ এবং পাবনা ও নওগাঁ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. বুলবুল হাসান ভিসি হতে বায়োডাটা জমা দিয়েছেন। তাকে ভিসি হিসেবে রামেকের শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে অ্যাখা দেন।

রামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব রানা বলেন, ডা. বুলবুল হাসানকে যদি ভিসি করা হয়, তাহলে ছাত্রসমাজ তা মেনে নেবে না। আওয়ামী লীগের এই দোসরকে ভিসি করা হলে ছাত্রসমাজ তার কার্যালয়ে তালা দিতে বাধ্য হবে।

কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক তারিক তুরান, রামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত রায়হান, রাকিবুল ইসলাম, পঞ্চম বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম